ইষ্রা 4:5 - বাংলা সমকালীন সংস্করণ5 তারা অর্থের বিনিময়ে কিছু লোককে নিযুক্ত করল যাদের কাজ ছিল নির্মাণ কাজের ব্যাপারে সকলকে হতাশাগ্রস্ত করে তোলা এবং এ ব্যপারে সমস্ত পরিকল্পনাই নস্যাৎ করে দেওয়া। পারস্য-সম্রাট কোরসের সময় থেকে সম্রাট দারিয়াবসের রাজত্বকাল পর্যন্ত এই চক্রান্ত চলছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 এবং তাদের অভিপ্রায় ব্যর্থ করার জন্য পারস্যের বাদশাহ্ কাইরাসের সমস্ত জীবনকাল ধরে ও পারস্যের বাদশাহ্ দারিয়ুসের রাজত্বপ্রাপ্তি পর্যন্ত টাকা দিয়ে তাদের বিরুদ্ধে মন্ত্রণাকারী নিযুক্ত করতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তারা পারস্যের সরকারী কর্মচারীদেরও উৎকোচ দিল যেন তারা ইহুদীদের কাজের বিরোধিতা করে। পারস্য সম্রাট সাইরাসের সমগ্র শাসনকাল এবং সম্রাট দারায়ুসের রাজত্বকাল পর্যন্ত এই চক্রান্তে তারা নিজেদের লিপ্ত রেখেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 এবং তাহাদের অভিপ্রায় ব্যর্থ করিবার জন্য পারস্য-রাজ কোরসের সমস্ত জীবনকাল ব্যাপিয়া ও পারস্য-রাজ দারিয়াবসের রাজত্বপ্রাপ্তি পর্য্যন্ত টাকা দিয়া তাহাদের বিরুদ্ধে মন্ত্রণাকারী নিযুক্ত করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 ওইসব শত্রুরা মন্দির নির্মাণের কাজ বন্ধ করবার নিমিত্ত নানা রকম সমস্যা সৃষ্টির জন্য সরকারী কর্মচারীদেরও ভাড়া করে এনেছিলেন। পারস্য-রাজ কোরসের রাজত্বকাল থেকে শুরু করে পারস্য-রাজ দারিয়াবসের রাজত্ব প্রাপ্তি পর্যন্ত এই প্রতিকুল অবস্থা চলেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 এবং তাদের ইচ্ছা ব্যর্থ করার জন্য পারস্যের রাজা কোরসের দিন কালে ও পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বের ভার পাওয়া পর্যন্ত, টাকা দিয়ে তাদের বিরুদ্ধে পরামর্শদাতাদের নিযুক্ত করত৷ অধ্যায় দেখুন |