ইষ্রা 4:23 - বাংলা সমকালীন সংস্করণ23 রহূম ও সচিব শিম্শয়ের কাছে যে মুহূর্তে সম্রাট অর্তক্ষস্তের এই পত্রের অনুলিপি পাঠ করা হল, তারা তৎক্ষণাৎ জেরুশালেমে ইহুদিদের কাছে গেল এবং তাদের কাজ বন্ধ করতে বাধ্য করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 পরে রহূমের শিম্শয় লেখকের ও তাদের সঙ্গী লোকদের কাছে বাদশাহ্ আর্টা-জারেক্সের পত্র পাঠ হবামাত্র তারা শীঘ্র জেরুশালেমে ইহুদীদের কাছে গিয়ে শক্তি ও বলপ্রয়োগে তাদেরকে ঐ কাজ থেকে নিবৃত্ত করলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 অর্তক্ষস্ত রাজার এই পত্র রাজ্যপাল রহুম, প্রদেশসচিব শিমশয় এবং তাদের সহযোগিদের কাছে পাঠ করা মাত্র তারা কালবিলম্ব না করে জেরুশালেমে গিয়ে নগরী পুনর্নির্মাণের কাজ বন্ধ করে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 পরে রহূমের শিম্শয় লেখকের ও তাহাদের সঙ্গী লোকদের কাছে অর্তক্ষস্ত রাজার পত্র পাঠ হইবামাত্র তাহারা শীঘ্র যিরূশালেমে যিহূদীদের নিকটে গিয়া হস্ত ও বলপ্রয়োগে তাহাদিগকে ঐ কর্ম্ম হইতে নিবৃত্ত করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 রাজা অর্তক্ষস্তের চিঠিটির একটি অনুলিপি রহূম, শিমশয় এবং তাঁদের সঙ্গের লোকদের কাছে পড়ে শোনানো হল। তারপর ঐ ব্যক্তিরা সোজা জেরুশালেমে ইহুদীদের কাছে গেলেন এবং ইহুদীদের নির্মাণ কার্য বন্ধ করতে বাধ্য করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 পরে রহূমের, শিমশয় লেখকের ও তাদের সঙ্গী লোকেদের কাছে অর্তক্ষস্ত রাজার চিঠি পড়ার পরেই তারা খুব তাড়াতাড়ি যিরূশালেমে ইহুদীদের কাছে গিয়ে হাত ও বলপ্রয়োগ করে তাদের ঐ কাজ থামিয়ে দিল৷ অধ্যায় দেখুন |