ইষ্রা 4:22 - বাংলা সমকালীন সংস্করণ22 সাবধান, এই বিষয়ে তোমরা শিথিল মনোভাব দেখিও না। কি কারণে এই বিপজ্জনক অবস্থাকে চলতে দেওয়া হবে যা রাজার স্বার্থকে বিঘ্নিত করবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 সাবধান, এই কাজে তোমরা শিথিল হয়ো না; রাজ-সরকারের ক্ষতিজনক অপচয় কেন হবে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কালবিলম্ব করো না। দেখো, যেন রাজ সরকারের আরও বেশী ক্ষতি না হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 সাবধান, এই কার্য্যে তোমরা শিথিল হইও না; রাজ-সরকারের ক্ষতিজনক অপচয় কেন হইবে?” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 দেখবেন, এই ব্যাপারে যেন কোন গাফিলতি না হয়। আমরা জেরুশালেম শহরকে নতুন করে বানাতে দিতে পারি না, কারণ আমরা হয়ত এই শহর থেকে কর পাবো না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 সাবধান, এই কাজে তোমরা নরম হয়ো না; রাজকোষের ক্ষতিকর লোকসান কেন হবে?” অধ্যায় দেখুন |