ইষ্রা 3:11 - বাংলা সমকালীন সংস্করণ11 সদাপ্রভুর উদ্দেশে তারা এই ধন্যবাদ ও প্রশংসা সংগীত নিবেদন করল “তিনি মঙ্গলময়; ইস্রায়েলের প্রতি তাঁর দয়া অনন্তকালস্থায়ী।” অন্য সকলে সদাপ্রভুর উদ্দেশে উচ্চরবে জয়ধ্বনি করল, কারণ সদাপ্রভুর মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তারা মাবুদের প্রশংসা ও প্রশংসা-গজল করে পালানুসারে এই গান করলো; “তিনি মঙ্গলময়, ইসরাইলের প্রতি তাঁর অটল মহব্বত অনন্তকাল স্থায়ী”। আর মাবুদের গৃহের ভিত্তিমূল স্থাপন সময়ে মাবুদের প্রশংসা করতে করতে সমস্ত লোক উচ্চঃস্বরে জয়ধ্বনি করলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 প্রভু পরমেশ্বর মঙ্গলময় ইসরায়েলের প্রতি চির প্রেমময়। চির মঙ্গলময় তিনি প্রভু পরমেশ্বর ইসরায়েলের তরে প্রেম তাঁর চির অবিনশ্বর। চির মঙ্গলময় তিনি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের তরে কভু না ফুরায় অনন্ত প্রেম তাঁর। মঙ্গলময় প্রভু পরমেশ্বর সর্বশক্তিমান, ইসরায়েলের তরে তাঁর প্রেম চির প্রবহমান। উপরের এই গানের ধূয়াটি বার বার গেয়ে তাঁরা প্রভু পরমেশ্বরের স্তুতিগান করলেন। মন্দিরের ভিত্তিস্থাপনের কাজ আরম্ভ হয়েছে বলে তাঁরা প্রত্যেকে উচ্চকণ্ঠে প্রভু পরমেশ্বরের জয়গানে মুখর হলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তাহারা সদাপ্রভুর প্রশংসা ও স্তব করিয়া পালানুসারে এই গান করিল; “তিনি মঙ্গলময়, ইস্রায়েলের প্রতি তাঁহার দয়া অনন্তকালস্থায়ী”। আর সদাপ্রভুর গৃহের ভিত্তিমূল স্থাপন সময়ে সদাপ্রভুর প্রশংসা করিতে করিতে সমস্ত লোক উচ্চৈঃস্বরে জয়ধ্বনি করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এক সঙ্গে প্রভুর প্রশংসা করতে করতে এবং প্রভুকে ধন্যবাদ জানিয়ে তাঁরা গাইলেন, “প্রভু ভালো! তাঁর প্রকৃত প্রেম চিরকাল অব্যাহত থাকে।” তারপর সমস্ত লোক একটি বিরাট চিৎকার করে হর্ষধ্বনি করে উঠল এবং তারা প্রভুর প্রশংসা করল কারণ প্রভুর মন্দিরের ভিত্তিস্থাপন হয়ে গেল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তারা সদাপ্রভুর প্রশংসা ও স্তব করে পালা অনুসারে এই গান করলো; “তিনি মঙ্গলময়, ইস্রায়েলের প্রতি তাঁ র দয়া অনন্তকালস্থায়ী৷” আর সদাপ্রভুর বাড়ির ভীত স্থাপনের দিনের সদাপ্রভুর প্রশংসা করতে করতে সমস্ত লোক খুব জোরে জয়ধ্বনি করল৷ অধ্যায় দেখুন |
শিঙাবাদকেরা ও বাদ্যকররা সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা ও ধন্যবাদ জানানোর জন্য যুগপৎ বিভিন্ন স্কেলে একই স্বর বাজিয়ে যাচ্ছিলেন। শিঙা, সুরবাহার ও অন্যান্য বাদ্যযন্ত্রের সংগত পেয়ে গায়করাও সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা করতে গিয়ে গলার স্বর উচ্চগ্রামে তুলেছিল এবং তারা গেয়েছিল: “তিনি মঙ্গলময়; তাঁর প্রেম চিরস্থায়ী।” তখন সদাপ্রভুর মন্দির মেঘে পরিপূর্ণ হয়ে উঠেছিল,