ইষ্রা 2:69 - বাংলা সমকালীন সংস্করণ69 তাদের ক্ষমতানুযায়ী কাজের জন্য সৃষ্ট ভাণ্ডারে তারা দান দিলেন। তাদের স্বেচ্ছাদানের পরিমাণ ছিল 61,000 অদর্কোন সোনা, 5,000 মানি রুপো, এবং 100-টি যাজকীয় পরিধেয় বস্ত্র। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস69 তারা যার যার সামর্থ্য অনুসারে ঐ কর্মের ভাণ্ডারে একষট্টি হাজার অদর্কোন সোনা ও পাঁচ হাজার মানি রূপা ও ইমামদের জন্য এক শত কোর্তা দিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)69 তাদের সাধ্যানুসারে স্বেচ্ছাদানের পরিমাণ 61,000 স্বর্ণমুদ্রা, 5000 রৌপ্যমুদ্রা, যাজকদের ব্যবহারোপযোগী 100 পোষাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)69 তাহারা আপন আপন শক্তি অনুসারে ঐ কর্ম্মের ভাণ্ডারে একষট্টি সহস্র অদর্কোন স্বর্ণ, ও পাঁচ সহস্র মানি রৌপ্য, ও যাজকদের জন্য এক শত অঙ্গরক্ষক বস্ত্র দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল69 এই উপহারের মধ্যে ছিল 1100 পাউণ্ড সোনা, 3 টন রূপো ও যাজকদের পরিবারের জন্য 100টি অঙ্গরক্ষক বস্ত্র। আগে যেখানে প্রভুর মন্দিরটি ছিল সেইখানেই তারা মন্দিরটি নির্মাণ করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী69 তারা নিজেদের শক্তি অনুসারে ঐ কাজের ভান্ডারে একষট্টি হ্যাঁজার অদর্কোন সোনা ও পাঁচ হাজার মানি রূপা ও যাজকদের জন্য একশোটি পোশাক দিল৷ অধ্যায় দেখুন |