ইষ্রা 2:68 - বাংলা সমকালীন সংস্করণ68 যখন তারা জেরুশালেমে সদাপ্রভুর গৃহে এসে উপস্থিত হল, তখন পিতৃকুলপতিদের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট স্থানে মন্দির পুনর্নির্মাণের কাজে তাদের স্বেচ্ছাদান নিবেদন করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস68 পরে পিতৃকুলপতিদের মধ্যে কয়েক জন লোক মাবুদের জেরুশালেমের গৃহের স্থানে আসলে আল্লাহ্র সেই গৃহ স্বস্থানে স্থাপনের জন্য ইচ্ছাপূর্বক দান করলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)68 জেরুশালেমে প্রভু পরমেশ্বরের মন্দিরে তারা এসে উপস্থিত হলে তাদের কয়েকজন গোষ্ঠীপতি মন্দিরের পুরাণো জায়গায় সেটি পুনর্নির্মাণের জন্য স্বেচ্ছাদান দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)68 পরে পিতৃকুলপতিদের মধ্যে কতকগুলি লোক সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহের স্থানে আসিলে ঈশ্বরের সেই গৃহ স্বস্থানে স্থাপন করণার্থে ইচ্ছাপূর্ব্বক দান করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল68 তারা যখন জেরুশালেমে প্রভুর মন্দিরে এসে পৌঁছল তখন পরিবারের কর্তারা, প্রভুর মন্দির নির্মাণের জন্য উপহারগুলি দান করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী68 পরে পুর্বপুরুষদের বংশের প্রধানদের মধ্যে কতগুলি লোক সদাপ্রভুর যিরূশালেমের বাড়ির কাছে আসলে ঈশ্বরের সেই বাড়ি নিজের জায়গায় স্থাপন করার জন্য সম্পূর্ণ ইচ্ছায় দান করল৷ অধ্যায় দেখুন |
যদিও আমরা ক্রীতদাস, তবুও আমাদের ঈশ্বর বন্দিদশা থেকে আমাদের ত্যাগ করে যাননি। তিনি পারস্য সম্রাটদের মাধ্যমে আমাদের প্রতি দয়া প্রদর্শন করেছেন। তিনি আমাদের আরাধ্য ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণ ও তার ধ্বংসাবশেষ সংস্কার করার জন্য আমাদের নতুন জীবন দান করেছেন। যিহূদায় ও জেরুশালেমে আমাদের নিরাপত্তার জন্য একটি প্রাচীর দান করেছেন।