ইষ্রা 2:61 - বাংলা সমকালীন সংস্করণ61 আর যাজকদের মধ্যে: হবায়ের, হক্কোষের ও বর্সিল্লয়ের বংশধর (এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক মেয়েকে বিয়ে করেছিল এবং তাকে সেই নামেই ডাকা হত)। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস61 আর ইমাম-সন্তানদের মধ্যে হবায়ের সন্তান, হক্কোসের সন্তান ও বর্সিল্লয়ের সন্তানেরা; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক জন কন্যাকে বিয়ে করে তাদের নামে আখ্যাত হয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)61-62 নিম্নবির্ণত যাজকগোষ্ঠী, বংশাবলিতে নাম আছে এমন প্রমাণ যারা দিতে পারেনি, তারা হল হবায়, হক্কোস ও বর্সিল্লয়ের সন্তানগণ। এই বর্সিল্লয় গিলিয়দ নিবাসী বর্সিল্লয়ের এক কন্যাকে বিবাহ করে তাদের নামে আখ্যাত হয়েছিল। এরা তাদের পূর্বপুরুষের পরিচয় দিতে না পারায়, যাজক হিসাবে গৃহীত হল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)61 আর যাজক-সন্তানদের মধ্যে হবায়ের সন্তান, হক্কোসের সন্তান ও বর্সিল্লয়ের সন্তানগণ; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক কন্যাকে বিবাহ করিয়া তাহাদের নামে আখ্যাত হইয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল61 হবায়, হক্কোস ও বর্সিল্লয় যাজক পরিবারের উত্তরপুরুষ। (যদি কোন পুরুষ গিলিয়দের বর্সিল্লয় কন্যাকে বিয়ে করত, তাহলে সেই পুরুষটিকে বলা হত বর্সিল্লয়ের উত্তরপুরুষ।) অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী61 আর যাজক বংশধরদের মধ্যে হবায়ের বংশধর, হক্কোসের বংশধর ও বর্সিল্লয়ের বংশধরেরা; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের একটি মেয়েকে বিয়ে করে তাদের নামে পরিচিত হয়েছিল৷ অধ্যায় দেখুন |