Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:34 - বাংলা সমকালীন সংস্করণ

34 যিরীহোর লোকেরা, 345 জন;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 যিরিহোর সন্তান তিন শত পঁয়তাল্লিশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 যিরিহোর সন্তান তিন শত পঁয়তাল্লিশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 যিরিহো শহরের 345

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 যিরিহোর বংশধর তিনশো পঁয়তাল্লিশ জন৷

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:34
6 ক্রস রেফারেন্স  

আহাবের রাজত্বকালে, বেথেলের হীয়েল যিরীহো নগরটির পুনর্নির্মাণ করল। সদাপ্রভু, নূনের ছেলে যিহোশূয়ের মাধ্যমে যা বললেন, সেই কথানুসারে নগরটির ভিত্তি গাঁথার জন্য হীয়েলকে তার প্রথমজাত ছেলে অবীরামকে হারাতে হল, এবং ছোটো ছেলে সগূবকে বিসর্জন দিয়ে তিনি ফটকগুলি খাড়া করলেন।


যিরীহোর লোকেরা 345 জন,


যাদের নামোল্লেখ করা হয়েছে, তারা লুটসামগ্রী থেকে কাপড়চোপড় নিয়ে বন্দিদের মধ্যে যাদের পরনে কাপড় ছিল না, তাদের উলঙ্গতা ঢেকে দিলেন। তারা তাদের কাপড়চোপড়, চটিজুতো, খাবারদাবার, ও ব্যথা কমানোর মলম দিলেন। যারা যারা শারীরিক দিক থেকে দুর্বল ছিল, তাদের গাধার পিঠে বসিয়ে দেওয়া হল। এইভাবে তারা খেজুর গাছের নগর যিরীহোতে, তাদের জাতভাই ইস্রায়েলীদের কাছে তাদের পৌঁছে দিলেন, এবং পরে শমরিয়ায় ফিরে এলেন।


লোদ, হাদীদ ও ওনোর লোকেরা, 725 জন;


সনায়ার লোকেরা, 3,630 জন।


এর পরের অংশটি যিরীহোর লোকেরা গাঁথল এবং তাঁর পরের অংশটি গাঁথল ইম্রির ছেলে সক্কূর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন