ইষ্রা 1:5 - বাংলা সমকালীন সংস্করণ5 এই আদেশনামা শুনে যিহূদার ও বিন্যামীন গোষ্ঠীর প্রধানেরা, যাজকবর্গ এবং লেবীয়েরা—যাদের হৃদয় ঈশ্বর অনুপ্রাণিত করেছিলেন, তারা সকলে প্রস্তুত হয়ে জেরুশালেমে সদাপ্রভুর মন্দির নির্মাণ করতে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তখন এহুদা ও বিন্ইয়ামীনের পিতৃকুলপতিরা এবং ইমাম ও লেবীয়েরা, এমন কি, আল্লাহ্র যে লোকদের মনে মাবুদের জেরুশালেমের গৃহ পুনর্নির্মাণের জন্য যাত্রা করতে প্রবৃত্তি দিলেন তারা সকলে উঠলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তারপর যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর কুলপতিগণ এবং যাজক ও লেবীয়েরা, এমনকি যাদের অন্তরে ঈশ্বর অনুপ্রেরণা দিয়েছিলেন, তারা সকলে জেরুশালেমে প্রভু পরমেশ্বরের মন্দির পুনর্নির্মাণের জন্য যাত্রার আয়োজন করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তখন যিহূদার ও বিন্যামীনের পিতৃকুলপতিগণ এবং যাজকেরা ও লেবীয়েরা, এমন কি, ঈশ্বরের যে লোকদের মনে সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহ নির্ম্মাণার্থে যাত্রা করিতে প্রবৃত্তি দিলেন, সেই সকলে উঠিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তখন যিহূদা ও বিন্যামীন উপজাতির পরিবারের অধিনায়করা প্রভুর মন্দির নির্মাণের জন্য জেরুশালেমে যেতে প্রস্তুত হল। অন্যান্য লোকরাও, যারা ঈশ্বরের দ্বারা উৎসাহিত হয়েছিল, তারাও তাদের সঙ্গে যোগদান করতে প্রস্তুত হল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 তখন যিহূদার ও বিন্যামীন বংশের পূর্বপুরুষদের প্রধানেরা এবং যাজকেরা ও লেবীয়েরা, আর সদাপ্রভুর বাড়ি তৈরী করতে যিরূশালেমে যাওয়ার জন্য যে লোকদের মনে ঈশ্বর প্রবল ইচ্ছা দিলেন, তাঁরা সবাই উঠল৷ অধ্যায় দেখুন |