ইষ্টের 9:23 - বাংলা সমকালীন সংস্করণ23 কাজেই ইহুদিরা যেমন আরম্ভ করেছিল এবং মর্দখয় তাদের যেমন লিখেছিলেন সেইভাবে দিন দুটি পালন করতে তারা রাজি হল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তাতে ইহুদীরা যেমন আরম্ভ করেছিল ও মর্দখয় তাদেরকে যেমন লিখেছিলেন, তারা সেভাবে দিন দু’টি পালন করতে সম্মত হল; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 ইহুদীরা মর্দখয়ের আদেশ মেনে নিল ও এই উৎসব একটি বাৎসরিক প্রথায় পরিণত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তাহাতে যিহূদীরা যেমন আরম্ভ করিয়াছিল ও মর্দখয় তাহাদিগকে যেমন লিখিয়াছিলেন, তাহারা সেইরূপ করিতে সম্মত হইল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 মর্দখয় যা লিখেছিলেন ইহুদীরা সকলেই তাতে সম্মত হল এবং যে আনন্দ উৎসব তারা শুরু করেছিল তা চালিয়ে যাবে বলে কথা দিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 তাতে ইহুদীরা যেমন আরম্ভ করেছিল এবং মর্দখয় তাদের যেমন লিখেছিলেন সেইভাবে দিন দুটি পালন করতে তারা রাজি হল। অধ্যায় দেখুন |