ইষ্টের 7:10 - বাংলা সমকালীন সংস্করণ10 কাজেই মর্দখয়কে ফাঁসি দেওয়ার জন্য যে ফাঁসিকাঠ হামন তৈরি করেছিল সেখানেই তাকে ফাঁসি দেওয়া হল। এরপর রাজার রাগ পড়ল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁসিকাষ্ঠ প্রস্তুত করেছিল, লোকেরা তার উপরে হামনকে ফাঁসি দিল; তখন বাদশাহ্র ক্রোধ প্রশমিত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 মর্দখয়ের জন্য যে ফাঁসিকাঠ হামান তৈরী করিয়েছিলেন তাতেই তাঁকে ফাঁসি দেওয়া হল। তারপর রাজার ক্রোধ প্রশমিত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তাহাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করিয়াছিল, লোকেরা তাহার উপরে হামনকে ফাঁশি দিল; তখন রাজার ক্রোধ প্রশমিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তখন মর্দখয়ের জন্য হামনের নিজের হাতে বানানো ফাঁসিকাঠে (ভৃত্যরা) সকলে মিলে হামনকে ঝুলিয়ে দিল এবং এইভাবে রাজার রাগ পড়লো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তাতে হামন যে ফাঁসিকাঠ মর্দখয়ের জন্য তৈরী করেছিল লোকেরা তার উপরে তাকেই ফাঁসি দিল। তখন রাজার রাগ কমল। অধ্যায় দেখুন |