ইষ্টের 4:10 - বাংলা সমকালীন সংস্করণ10 তখন ইষ্টের মর্দখয়কে এই কথা বলবার জন্য তাকে নির্দেশ দিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তখন ইষ্টের হথককে এই কথা বলে মর্দখয়ের কাছে যেতে হুকুম করলেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তখন ইষ্টের হথককে আবার মর্দখয়ের কাছে এই কথা বলে পাঠালেনঃ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তখন ইষ্টের হথককে এই কথা বলিয়া মর্দখয়ের কাছে যাইতে আজ্ঞা করিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 ইষ্টের তখন হথককে বললেন, মর্দখয়কে জানাতে: অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তখন ইষ্টের হথককে এই কথা বলে মর্দখয়ের কাছে যেতে আদেশ দিলেন, অধ্যায় দেখুন |
“রাজার সব কর্মচারীরা এবং রাজার অধীন সব রাজ্যের লোকেরা জানে যে, কোনও পুরুষ বা স্ত্রীলোক রাজার ডাক না পেয়ে যদি ভিতরের দরবারে প্রবেশ করে তাঁর কাছে যায় তবে তার জন্য মাত্র একটিই আইন আছে, সেটি হল তার মৃত্যু। তবে যে লোকের প্রতি রাজা সোনার রাজদণ্ড বাড়িয়ে দেন কেবল তার প্রাণই বাঁচে। কিন্তু গত ত্রিশ দিনের মধ্যে রাজার কাছে যাবার জন্য আমাকে ডাকা হয়নি।”