ইষ্টের 10:2 - বাংলা সমকালীন সংস্করণ2 তাঁর ক্ষমতা ও শক্তির সব কথা এবং মর্দখয়কে রাজা যেভাবে উঁচু পদ দিয়ে মহান করেছিলেন সেই কথা মাদিয়া ও পারস্যের রাজাদের ইতিহাস বইতে কি লেখা নেই? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আর তাঁর ক্ষমতা ও পরাক্রমের সমস্ত কথা এবং বাদশাহ্ মর্দখয়কে যে মহত্ত্ব দিয়ে উচ্চপদান্বিত করেছিলেন, তার সম্পূর্ণ বিবরণ কি মাদিয়া ও পারস্যের বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে লেখা নেই? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তিনি যে সমস্ত মহৎ ও আশ্চর্য কাজ করেছিলেন এবং কিভাবে তিনি মর্দখয়কে উচ্চপদে প্রতিষ্ঠিত করেছিলেন সেই কাহিনী পারস্য ও মিডিয়ার রাজাদের রাজকীয় নথিগুলিতে লিপিবদ্ধ করা আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর তাঁহার ক্ষমতার ও পরাক্রমের সকল কথা, এবং রাজা মর্দখয়কে যে মহত্ত্ব দিয়া উচ্চপদান্বিত করিয়াছিলেন, তাহার সম্পূর্ণ বিবরণ কি মাদিয়া ও পারস্যের রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 রাজা অহশ্বেরশের সমস্ত বিখ্যাত কীর্তিগুলি মাদিয়া ও পারস্যের রাজাদের ইতিহাস বইগুলিতে পাওয়া যায়। রাজা মর্দখয়ের জন্য যা যা করেছিলেন সে সমস্ত বিবরণও এইসব ইতিহাস বইতে লেখা আছে। রাজা মর্দখয়কে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত করেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 তাঁর ক্ষমতা ও শক্তির সব কথা এবং মর্দখয়কে রাজা যেভাবে উঁচু পদ দিয়ে মহান করেছিলেন তার সম্পূর্ণ বিবরণ কি মাদিয়া ও পারস্যের রাজাদের ইতিহাস বইতে লেখা নেই? অধ্যায় দেখুন |