ইষ্টের 10:1 - বাংলা সমকালীন সংস্করণ1 রাজা অহশ্বেরশ তাঁর গোটা রাজ্যে ও দূরের দ্বীপগুলিতে কর বসালেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 সেই বাদশাহ্ জারেক্স স্থলে ও সমুদ্রের দ্বীপগুলোতে কর নির্ধারণ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 রাজা অহশ্বেরশ তাঁর সাম্রাজ্যের উপকুলবর্তী অঞ্চলসমূহে ও সাম্রাজ্যের মধ্যভাগের অঞ্চলসমূহে করদানের প্রথা প্রচলন করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 সেই অহশ্বেরশ রাজা স্থলে ও সমুদ্রের দ্বীপসমূহে কর নিরূপণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 রাজা অহশ্বেরশের সময় রাজত্বের সবাইকে, এমন কি যারা দূরে বা সমুদ্রতীরে বসবাস করতো সবাইকেই কর দিতে হতো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 রাজা অহশ্বেরশ তাঁর গোটা রাজ্যে ও সমুদ্রের দ্বীপগুলিতে কর বসালেন। অধ্যায় দেখুন |
তৃতীয় মাসে, সীবন মাসে তেইশ দিনের দিন—সঙ্গে সঙ্গে রাজার কার্যনির্বাহকদের ডাকা হল। মর্দখয়ের সমস্ত আদেশ অনুসারে হিন্দুস্থান থেকে কূশ দেশ পর্যন্ত 127-টি রাজ্যের ইহুদিদের, রাজ্যের শাসক, কর্মকর্তা ও উঁচু পদের কর্মকর্তাদের কাছে চিঠি লেখা হল। এই চিঠিগুলো প্রত্যেকটি রাজ্যের অক্ষর ও প্রত্যেকটি জাতির ভাষা এমনকি ইহুদিদের ভাষা অনুসারে লেখা হল।