ইষ্টের 1:5 - বাংলা সমকালীন সংস্করণ5 এই দিনগুলি শেষ হয়ে যাবার পর তিনি শূশনে উপস্থিত ক্ষুদ্র কি মহান সমস্ত লোকের জন্য সাত দিন ধরে রাজবাড়ির বাগানের উঠানে একটি ভোজ দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 সেসব দিন সম্পূর্ণ হবার পর বাদশাহ্ শূশন রাজধানীতে উপস্থিত ক্ষুদ্র ও মহান সমস্ত লোকের জন্য রাজপ্রাসাদের বাগানের প্রাঙ্গণে সপ্তাহকালব্যাপী ভোজ প্রস্তুত করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এরপর সম্রাট রাজধানী শুশনের উচ্চনীচ, ধনীদরিদ্র নির্বিশেষে সমস্ত লোকের জন্য ভোজের ব্যবস্থা করলেন। রাজবাড়ীর বাগানে সাতদিন ধরে এই ভোজপর্ব চলল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 সেই সকল দিন সম্পূর্ণ হইলে পর রাজা শূশন রাজধানীতে উপস্থিত ক্ষুদ্র কি মহান্ সমস্ত লোকের জন্য রাজবাটীর উদ্যানের প্রাঙ্গণে সপ্তাহকালব্যাপী ভোজ প্রস্তুত করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 এই 180 দিন শেষ হবার পর তিনি তাঁর প্রাসাদের ভেতরের বাগানে সাতদিন ব্যাপী আরো একটি ভোজসভার আয়োজন করেছিলেন। রাজধানী শূশনের সব চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ লোক সকলকেই সেই ভোজসভায় আমন্ত্রণ জানানো হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 সেই সব দিন সম্পূর্ণ হলে পর রাজা শূশন রাজধানীতে থাকা ছোট কি বড় সমস্ত লোকের জন্য রাজবাড়ির বাগানের উঠানে সারা সপ্তাহ ধরে ভোজের আয়োজন করলেন। অধ্যায় দেখুন |