ইষ্টের 1:16 - বাংলা সমকালীন সংস্করণ16 তখন রাজা এবং উঁচু পদের কর্মকর্তাদের সাক্ষাতে মমূখন বললেন, “রানি বষ্টী অন্যায় করেছেন, কেবল রাজার বিরুদ্ধে নয় কিন্তু রাজা অহশ্বেরশের অধীন সমস্ত রাজ্যের উঁচু পদের কর্মকর্তাদের ও সেখানকার লোকদের বিরুদ্ধে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তখন মমূখন বাদশাহ্র ও কর্মকর্তাদের সাক্ষাতে উত্তর করলেন, বষ্টী রাণী যে কেবল বাদশাহ্র কাছে অপরাধ করেছেন তা নয়, কিন্তু বাদশাহ্ জারেক্সের অধীন সমস্ত প্রদেশের সমস্ত কর্মকর্তাদের ও লোকের কাছে অপরাধ করেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তখন মমুখন রাজা ও রাজপুরুষদেরর সামনে ঘোষণা করে বললেন, মহারাণী বষ্টী কেবলমাত্র রাজাকেই অপমান করেন নি, অপমান করেছেন তাঁর রাজকর্মচারীদের, এমন কি সাম্রাজ্যের সমস্ত প্রজাদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তখন মমূখন রাজার ও অধ্যক্ষদের সাক্ষাতে উত্তর করিলেন, বষ্টী রাণী যে কেবল মহারাজের কাছে অপরাধ করিয়াছেন, তাহা নয়, কিন্তু অহশ্বেরশ রাজার অধীন সমস্ত প্রদেশের সমস্ত অধ্যক্ষের ও সমস্ত লোকের কাছে অপরাধ করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 তখন আধিকারিক মমূখন অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে রাজাকে বললেন: “রাণী বষ্টী রাজার প্রতি অন্যায় করেছেন এবং রাজা অহশ্বেরশের সাম্রাজ্যের সমস্ত রাজ্যের সকল নেতা ও লোকদের প্রতি অন্যায় করেছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তখন মমূখন রাজার ও শাসনকর্ত্তাদের সামনে উত্তর করলেন, “রাণী বষ্টী যে কেবল মহারাজের কাছে অন্যায় করেছেন, তা নয়, কিন্তু রাজা অহশ্বেরশের অধীন সমস্ত দেশের সমস্ত শাসনকর্ত্তার ও সমস্ত লোকের কাছে অপরাধ করেছেন। অধ্যায় দেখুন |