ইব্রীয় 9:18 - বাংলা সমকালীন সংস্করণ18 এই কারণেই রক্ত ছাড়া প্রথম নিয়ম কার্যকর হয়নি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 সেজন্য ঐ প্রথম নিয়মের সংস্কারও রক্ত ছাড়া হয় নি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 সেই কারণেই প্রথম সন্ধিচুক্তি স্থাপনের শর্তাবলী বিনা রক্তপাতে প্রতিষ্ঠিত হয়নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 সেই জন্য ঐ প্রথম নিয়মের সংস্কারও রক্ত ব্যতিরেকে হয় নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 এইজন্য ঐ প্রথম চুক্তি যা ঈশ্বর ও তাঁর লোকদের মধ্যে সম্পন্ন হয়েছিল সেখানেও ঐ কথা প্রযোজ্য। সেই চুক্তি বলবৎ করতে রক্তের প্রয়োজন ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 সেইজন্য ঐ প্রথম নিয়মের প্রতিষ্ঠাও রক্ত ছাড়া হয়নি। অধ্যায় দেখুন |