ইব্রীয় 8:4 - বাংলা সমকালীন সংস্করণ4 তিনি যদি পৃথিবীতে থাকতেন, তাহলে তিনি যাজক হতে পারতেন না, কারণ এখানে এমন অনেক লোক আছে, যারা বিধানের নির্দেশমতো নৈবেদ্য উৎসর্গ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 বস্তুত তিনি যদি দুনিয়াতে থাকতেন তবে ইমামই হতে পারতেন না; কারণ এখানে শরীয়ত অনুসারে উপহারাদি কোরবানী করার ইমাম আছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তিনি যদি পৃথিবীতে থাকতেন তাহলে তিনি পুরোহিত হতেনই না, কারণ বিধিসম্মত অর্ঘ্য নিবেদন করার জন্য পুরোহিত পৃথিবীতে আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 বস্তুতঃ ইনি যদি পৃথিবীতে থাকিতেন, তবে একেবারে যাজকই হইতেন না; কারণ যাহারা ব্যবস্থানুসারে উপহারাদি উৎসর্গ করে, এমন লোক আছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমাদের মহাযাজক যদি পৃথিবীতে থাকতেন তবে তিনি কখনও যাজক হতেন না, কারণ পুরানো বিধি-ব্যবস্থা অনুযায়ী এখানে যাজকরা ঈশ্বরকে উপহার নিবেদন করার জন্য রয়েছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 এখন খ্রীষ্ট যদি পৃথিবীতে থাকতেন, তবে একবারে যাজকই হতেন না; কারণ যারা আইন অনুসারে উপহার উৎসর্গ করে, এমন লোক আছে। অধ্যায় দেখুন |