ইব্রীয় 7:9 - বাংলা সমকালীন সংস্করণ9 কেউ এমন কথাও বলতে পারে যে, যিনি দশমাংশ সংগ্রহ করেন সেই লেবি অব্রাহামের মাধ্যমেই দশমাংশ দিয়েছিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 আবার এই কথাও বলা যেতে পারে যে, ইব্রাহিমের দ্বারা দশমাংশ আদায়কারী লেবি নিজেও দশ ভাগের এক ভাগ দিয়েছেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 এ কথা বলা যেতে পারে যে দশমাংশ গ্রহণকারী লেবীও অব্রাহামের মাধ্যমে দশমাংশ দান করেছেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আবার ইহাও বলিলে বলা যাইতে পারে যে, অব্রাহামের দ্বারা দশমাংশগ্রাহী লেবি আপনি দশমাংশ দিয়াছেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 আবার এও বলা যেতে পারে যে লেবি নিজেও অব্রাহামের মধ্য দিয়ে মল্কীষেদককে দশমাংশ দিয়েছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 আবার এরকম বলা যেতে পারে যে, অব্রাহামের মাধ্যমে দশমাংশগ্রাহী লেবি দশমাংশ দিয়েছেন, অধ্যায় দেখুন |