ইব্রীয় 5:6 - বাংলা সমকালীন সংস্করণ6 অন্যত্র তিনি বলেন, “মল্কীষেদকের পরম্পরা অনুযায়ী, তুমিই চিরকালীন যাজক।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 একই ভাবে অন্য গজলেও তিনি বলেন, “তুমিই মাল্কীসিদ্দিকের রীতি অনুসারে অনন্তকালীন ইমাম।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 শাস্ত্রের অন্য স্থানে আবার বলা হয়েছে: “মেলকিষেদেকের মর্যাদা অনুযায়ী তুমি চিরকালের জন্য নিযুক্ত পুরোহিত।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 সেইরূপ অন্য গীতেও তিনি কহেন, “তুমিই মল্কীষেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 আর অন্য গীতে ঈশ্বর বললেন, “তুমি মল্কীষেদকের মতো চিরকালের জন্য মহাযাজক হলে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 সেইভাবে অন্য গীতেও তিনি বলেন, “তুমিই মল্কীষেদকের মতো চিরকালের যাজক।” অধ্যায় দেখুন |