ইব্রীয় 4:14 - বাংলা সমকালীন সংস্করণ14 অতএব, আমরা এমন এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তিনি ঈশ্বরের পুত্র যীশু; তাই এসো, আমরা যে বিশ্বাস স্বীকার করি, তা দৃঢ়রূপে আঁকড়ে ধরে থাকি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 ভাল, আমরা এক মহান মহা-ইমামকে পেয়েছি, যিনি বেহেশতগুলো দিয়ে গমন করেছেন, তিনি ঈসা, আল্লাহ্র পুত্র; অতএব এসো, আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ়ভাবে ধারণ করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ঈশ্বর-পুত্র যীশুকে আমরা যখন মহান প্রধান-পুরোহিতরূপে পেয়েছি, তিনি আকাশমণ্ডল অতিক্রম করে উন্নীত হয়েছেন, তখন এস, আমরা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ়ভাবে অবলম্বন করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 ভাল, আমরা এক মহান্ মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যীশু, ঈশ্বরের পুত্র; অতএব আইস, আমরা ধর্ম্মপ্রতিজ্ঞাকে দৃঢ়রূপে ধারণ করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আমাদের এক মহাযাজক আছেন যিনি স্বর্গে ঈশ্বরের সাথে বাস করতে গেছেন। তিনি যীশু, ঈশ্বরের পুত্র। তাই এসো আমরা বিশ্বাসে অবিচল থাকি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 ভাল, আমরা এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি স্বর্গের মধ্যে দিয়ে গিয়েছেন, তিনি যীশু, ঈশ্বরের পুত্র; অতএব এস, আমরা বিশ্বাসে দৃঢ়ভাবে থাকি। অধ্যায় দেখুন |