ইব্রীয় 3:3 - বাংলা সমকালীন সংস্করণ3 বাড়ির চেয়ে বাড়ির নির্মাতা যেমন বেশি সম্মানের অধিকারী, যীশুও তেমনই মোশির চেয়ে বেশি সম্মানের যোগ্য বলে নিশ্চিত হয়েছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 বস্তুত গৃহ নির্মাতা যেমন গৃহের চেয়ে বেশি সম্মান পান, ঈসা ঠিক একইভাবে মূসার চেয়ে বেশি গৌরবের যোগ্যপাত্র বলে গণিত হয়েছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 গৃহ-প্রতিষ্ঠাতা যেমন গৃহের চেয়ে বেশী মর্যাদার অধিকারী তেমনি যীশুও মোশির চেয়ে অনেক বেসী সম্মানযোগ্য বলে গণ্য হয়েছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 বস্তুতঃ গৃহের সংস্থাপক যে পরিমাণে গৃহ অপেক্ষা অধিক সমাদর পান, সেই পরিমাণে ইনি মোশি অপেক্ষা অধিক গৌরবের যোগ্যপাত্র বলিয়া গণিত হইয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 কেউ যখন কোন গৃহ নির্মাণ করে তখন গৃহ থেকে গৃহনির্মাতার মর্যাদা অধিক হয়, যীশুর বেলায়ও ঠিক তাই হয়েছে, সুতরাং মোশির থেকে অধিক সম্মান যীশুরই প্রাপ্য। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 ফলে গৃহ নির্মাতা যে পরিমাণে গৃহের থেকে বেশি সম্মান পান, সেই পরিমাণে ইনি মোশির থেকে বেশি গৌরবের যোগ্য বলে বিবেচিত হয়েছেন। অধ্যায় দেখুন |