ইফিষীয় 6:10 - বাংলা সমকালীন সংস্করণ10 পরিশেষে, তোমরা প্রভুতে এবং তাঁর প্রবল পরাক্রমে বলীয়ান হও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাঁর শক্তির পরাক্রমে বলবান হও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 শেষ কথা এই, তোমরা প্রভুর বলে বলীয়ান হও, তাঁরই পরাক্রমে হও পরাক্রান্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাঁহার শক্তির পরাক্রমে বলবান্ হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 চিঠি শেষ করার আগে তোমাদের এই কথাই বলি, তোমরা প্রভুতে বলবান হও, তাঁরই মহাশক্তিতে শক্তিমান হও। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাঁর শক্তির প্রতাপে শক্তিশালী হও। অধ্যায় দেখুন |