ইফিষীয় 5:4 - বাংলা সমকালীন সংস্করণ4 কোনও রকম অশ্লীলতা, নির্বোধের মতো কথাবার্তা বা স্থূল রসিকতা যেন শোনা না যায়, কারণ এসবই অসংগত; বরং ধন্যবাদ জ্ঞাপন করো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর কুৎসিত ব্যবহার এবং বোকামি ও তামাশার কথাবার্তা যেন তোমাদের মধ্যে না হয়, কিন্তু এর পরিবর্তে যেন শুকরিয়া দেওয়া হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 কোন রকম কুৎসিত আচরণ, বাচালতা বা স্থূল রসিকতা নয়, কারণ এ সবই অসঙ্গত, বরং তোমরা ঈশ্বরের বন্দনায় মুখর হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর কুৎসিত ব্যবহার এবং প্রলাপ কিম্বা শ্লেষোক্তি, এই সকল অনুচিত ব্যবহার যেন না হয়, বরং যেন ধন্যবাদ দেওয়া হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 লজ্জাজনক কোন কথাবার্তা তোমাদের মধ্যে যেন না হয়। বোকার মতো কথা বলো না, নোংরা রসিকতা করো না। এইসব তোমাদের উপযুক্ত নয়। তোমাদের উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 আর খারাপ ব্যবহার এবং প্রলাপ কিম্বা ঠাট্টা তামাশা, এই সকল অশ্লীলতা ব্যবহার যেন না হয়, বরং যেন ধন্যবাদ দেওয়া হয়। অধ্যায় দেখুন |