ইফিষীয় 4:5 - বাংলা সমকালীন সংস্করণ5 প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিষ্ম এক, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 প্রভু এক, ঈমান এক, বাপ্তিস্ম এক, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তোমাদের প্রভু এক বিশ্বাস এক এবং বাপ্তিস্মও এক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 কেবল একই প্রভু, এক বিশ্বাস ও এক বাপ্তিস্ম রয়েছে; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিষ্ম এক, অধ্যায় দেখুন |
কারণ কেউ যদি তোমাদের কাছে এসে যে যীশুকে আমরা প্রচার করেছি, তাঁকে ছাড়া এমন এক যীশুকে তোমাদের কাছে প্রচার করে বা যে পবিত্র আত্মা তোমরা পেয়েছ, তা ছাড়া অন্য কোনো আত্মাকে তোমরা গ্রহণ করো, কিংবা যে সুসমাচার তোমরা গ্রহণ করেছ, তা ছাড়া অন্য কোনো সুসমাচার পাও, তাহলে তো দেখছি তোমরা যথেষ্ট সহজেই সেসব সহ্য করছ।