আমোষ 5:3 - বাংলা সমকালীন সংস্করণ3 সার্বভৌম সদাপ্রভু এই কথা ইস্রায়েলকে বলেন: “তোমার নগরের লোকেরা সহস্র হয়ে সমরাভিযান করে, তাদের কেবলমাত্র শতজন অবশিষ্ট থাকবে; তোমার নগর একশত জন হয়ে যুদ্ধযাত্রা করে, তারা কেবলমাত্র দশজন অবশিষ্ট থাকবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 কারণ সার্বভৌম মাবুদ এই কথা বলেন, যে নগরের লোকেরা এক হাজার লোক বের হয়, তার একশত অবশিষ্ট থাকবে; আর যেখানে লোকেরা একশত হয়ে বের হয়, তার দশ জন অবশিষ্ট থাকবে, ইসরাইল-কুলের জন্য। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 প্রভু পরমেশ্বর এই কথা বলেনঃ যে নগরে সশস্ত্র লোকের সংখ্যা এক হাজার সেখানে মাত্র একশো জন থাকবে অবশিষ্ট, আর যেখানে একশো সেখানে ইসরায়েলকুলের থাকবে মাত্র দশজন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে নগরের লোকেরা সহস্র হইয়া বাহির হয়, তাহার এক শত অবশিষ্ট থাকিবে; আর যেখানে লোকেরা এক শত হইয়া বাহির হয়, তাহার দশ জন অবশিষ্ট থাকিবে, ইস্রায়েল-কুলের নিমিত্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 প্রভু আমার, সদাপ্রভু এই কথাগুলো বলছেন: “সৈন্যরা যারা 1000 লোককে নিয়ে শহর ত্যাগ করবে তারা শুধু 100 জন নিয়ে ফিরে আসবে। 100 জন নিয়ে যারা শহর ছেড়ে বাইরে যাচ্ছে, তারা কেবলমাত্র 10 জন লোক নিয়ে ফিরবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 এই কারণের জন্য প্রভু সদাপ্রভু বলেন, “সেই শহরের লোকেরা যারা হাজার হাজার হয়ে বেরিয়ে যায় সেখানে একশোজন বাকি থাকবে এবং যারা একশোজন করে বেরোবে সেখানে দশ জন থাকবে ইস্রায়েল কুলের হয়ে।” অধ্যায় দেখুন |