Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 5:18 - বাংলা সমকালীন সংস্করণ

18 162 বছর বয়সে, যেরদ হনোকের বাবা হলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 ইয়ারুদ এক শত বাষট্টি বছর বয়সে হনোকের জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 যেরেদ-এর একশো বাষট্টি বছর বয়সে হনোকের জন্ম হয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 যেরদ এক শত বাষট্টি বৎসর বয়সে হনোকের জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 যেরদের যখন 162 বছর বয়স তখন তাঁর হনোক নামে একটি পুত্র হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 যেরদ একশো বাষট্টি বছর বয়সে হনোকের জন্ম দিলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 5:18
7 ক্রস রেফারেন্স  

লেমক মথূশেলহের পুত্র, মথূশেলহ হনোকের পুত্র, হনোক যেরদের পুত্র, যেরদ মহললেলের পুত্র, মহললেল কৈননের পুত্র,


হনোক, মথূশেলহ, লেমক, নোহ।


কয়িন তার স্ত্রীর সঙ্গে সহবাস করল, ও তার স্ত্রী গর্ভবতী হয়ে হনোকের জন্ম দিল। পরে কয়িন একটি নগর গড়ে তার ছেলে হনোকের নামানুসারে সেটির নাম রাখল হনোক।


পৌলের এই দর্শন পাওয়ার পর আমরা তখনই ম্যাসিডোনিয়ার উদ্দেশে যাত্রা করার জন্য প্রস্তুত হলাম। আমরা বুঝতে পেরেছিলাম যে, তাদের কাছে সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাদের আহ্বান করেছেন।


সব মিলিয়ে, মহললেল মোট 895 বছর বেঁচেছিলেন, পরে তিনি মারা যান।


হনোকের বাবা হওয়ার পর যেরদ 800 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন