আদিপুস্তক 49:9 - বাংলা সমকালীন সংস্করণ9 তুমি এক সিংহশাবক, হে যিহূদা; বাছা, তুমি শিকার করে ফিরে এলে। এক সিংহের মতো সে গুড়ি মারে ও শুয়ে থাকে, এক সিংহীর মতো—কে তাকে জাগাতে সাহস করে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 এহুদা সিংহের বাচ্চা; বৎস, তুমি হরিণ শিকার থেকে উঠে আসলে; সে শয়ন করলো, ওৎ পেতে রইলো, সিংহের মত ও সিংহীর মত; কে তাকে ওঠাবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 সিংহশাবক যিহুদা, বৎস, শিকার করে ফিরেছ তুমি, সিংহের মতই তুমি ওৎ পেতে আছ। সুপ্তা সিংহীর মত সে, কে তাকে জাগাবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 যিহূদা সিংহশাবক; বৎস, তুমি মৃগবিদারণ হইতে উঠিয়া আসিলে; সে শয়ন করিল, গুঁড়ি মারিল, সিংহের ন্যায়, ও সিংহীর ন্যায়; কে তাহাকে উঠাইবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 আমার বাছা, তুমি শিকারের ওপর দাঁড়িয়ে থাকা সিংহের মতো। সে বিশ্রাম করলে তাকে বিরক্ত করার সাহস কার আছে? অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 যিহূদা সিংহশাবক; বৎস, তুমি শিকার থেকে উঠে আসলে; সে শুয়ে পড়ল, গুঁড়ি মারল, সিংহের মতো ও সিংহীর মতো; কে তাঁকে উঠাবে? অধ্যায় দেখুন |