আদিপুস্তক 47:27 - বাংলা সমকালীন সংস্করণ27 ইস্রায়েলীরা মিশরে গোশন অঞ্চলে বসতি স্থাপন করল। তারা সেখানে বিষয়সম্পত্তি অর্জন করল এবং ফলবান হল ও সংখ্যায় ব্যাপকভাবে বৃদ্ধি পেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 আর ইসরাইল মিসর দেশে, গোশন অঞ্চলে, বাস করলো, তারা সেখানে অধিকার পেয়ে ফলবন্ত ও বহুবংশ হয়ে উঠলো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 ইসরায়েলীরা মিশরে গোশেন প্রদেশে বসতি স্থাপন করল। তারা সেখানে ধনসম্পদ অর্জন করে সমৃদ্ধিশালী হয়ে উঠল। যাকোব মিশরে সতেরো বছর বাস করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 আর ইস্রায়েল মিসর দেশে, গোশন অঞ্চলে, বাস করিল, তাহারা তথায় অধিকার পাইয়া ফলবন্ত ও অতি বহুবংশ হইয়া উঠিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 ইস্রায়েল মিশরের গোশন প্রদেশেই স্থায়ী হলেন। তাঁর পরিবার সংখ্যায় বৃদ্ধি পেল এবং বিশাল হয়ে উঠল। মিশর দেশে তাঁরা কিছু জমি পেলেন এবং সফল হলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 আর ইস্রায়েল মিশর দেশে, গোশন অঞ্চলে বাস করল, তারা সেখানে অধিকার পেয়ে ফলবন্ত ও অতি বহুবংশ হয়ে উঠল। অধ্যায় দেখুন |