আদিপুস্তক 47:13 - বাংলা সমকালীন সংস্করণ13 সমগ্র এলাকায় অবশ্য খাদ্যদ্রব্য ছিল না, কারণ দুর্ভিক্ষ দুঃসহ হয়ে পড়েছিল; দুর্ভিক্ষের কারণে মিশর ও কনান, দুই দেশই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 সেই সময় সমগ্র দেশে কোন খাদ্যদ্রব্য ছিল না, কারণ ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল, তাতে দুর্ভিক্ষের দরুন মিসর ও কেনান দেশের লোকেরা হতাশ হয়ে পড়লো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 প্রবল দুর্ভিক্ষের জন্য দেশের কোথাও তখন খাদ্য ছিল না। মিশর ও কনান উভয় দেশই তখন দুর্ভিক্ষক্লিষ্ট হয়ে পড়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তৎকালে সমগ্র দেশে ভক্ষ্য দ্রব্য ছিল না, কারণ অতি ভারী দুর্ভিক্ষ হইয়াছিল, তাহাতে মিসর দেশ ও কনান দেশ দুর্ভিক্ষপ্রযুক্ত অবসন্ন হইয়া পড়িল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 দুর্ভিক্ষ আরও ভয়াবহ হয়ে উঠল, ফলে দেশে কোথাও কোন খাদ্য রইল না। এই দারুণ দুর্ভিক্ষের জন্যে মিশর এবং কনান দেশ দরিদ্র হয়ে পড়ল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 সেই দিনের সমস্ত দেশে খাবার ছিল না, কারণ অতি ভারী দূর্ভিক্ষ হয়েছিল, তাতে মিশর দেশ ও কনান দেশ দূর্ভিক্ষের জন্য অবসন্ন হয়ে পড়ল। অধ্যায় দেখুন |