Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 46:9 - বাংলা সমকালীন সংস্করণ

9 রূবেণের ছেলেরা: হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 রূবেণের পুত্র হনোক, পল্‌লু, হিষ্রোণ ও কর্মি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 রূবেণের পুত্র—হনোক, পল্লু, হিষ্‌রোণ ও কারমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 রূবেণের পুত্র হনোক, পল্‌লু, হিষ্রোণ ও কর্মি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 রূবেণের পুত্ররা ছিলেন হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 রুবেণের ছেলে হনোক, পললু, হিষ্রোণ ও কর্মি।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 46:9
8 ক্রস রেফারেন্স  

এই হল ইস্রায়েলের সেই ছেলেদের নাম (যাকোব এবং তাঁর বংশধররা) যারা মিশরে গিয়েছিলেন: যাকোবের প্রথমজাত রূবেণ।


শিমিয়োনের ছেলেরা: যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও এক কনানীয় মহিলার সেই ছেলে শৌল।


তাঁদের কুলের নেতা এঁরাই: ইস্রায়েলের প্রথমজাত সন্তান রূবেণের ছেলেরা: হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি। এরাই হলেন রূবেণের গোষ্ঠী।


ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের ছেলেরা: হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মী।


তখন রূবেণ তাঁর বাবাকে বললেন, “আমি যদি তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে না পারি তবে আপনি আমার দুই ছেলেকে মেরে ফেলতে পারেন। তার দায়িত্ব আমার হাতে তুলে দিন, আর আমি তাকে ফিরিয়ে আনব।”


তাঁদের নথি অনুসারে এই হল লেবির ছেলেদের নাম: গের্শোন, কহাৎ, ও মরারি। (লেবি 137 বছর বেঁচেছিলেন।)


ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।


এরা সবাই রূবেণের গোষ্ঠী; এদের গণিত সংখ্যা ছিল 43,730।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন