Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 46:23 - বাংলা সমকালীন সংস্করণ

23 দানের ছেলে: হূশীম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 আর দানের পুত্র হূশীম।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

23 দানের পুত্র: হুশিম। নপ্তালির পুত্র: যাহ্‌সেল, গুনি, যেসার ও শিল্লেম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 আর দানের পুত্র হূশীম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 দানের পুত্র ছিলেন হূশীম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 আর দানের ছেলে হুশীম।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 46:23
13 ক্রস রেফারেন্স  

দান বংশ থেকে, যুদ্ধের জন্য প্রস্তুত: 28,600 জন;


শুপ্পিমীয় ও হুপ্পিমীয়রা ঈরের বংশধর, এবং হূশীয়রা অহেরের বংশধর।


দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ এবং আশের।


দানের বিষয়ে তিনি বলেছিলেন: “দান সিংহশাবক, সে যেন বাশন থেকে লাফিয়ে আসে।


সমস্ত শিবিরের পিছনে প্রহরীরূপে দানের শিবিরের সমস্ত সেনাবিভাগ, তাদের নিশান নিয়ে যাত্রা করল। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর ছিলেন তাদের সেনাপতি।


দান থেকে অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর;


রাহেলের দাসী বিলহার ছেলেরা: দান ও নপ্তালি।


তখন রাহেল বললেন, “ঈশ্বর আমার পক্ষসমর্থন করেছেন; তিনি আমার অনুরোধ শুনেছেন ও আমাকে এক ছেলে দিয়েছেন।” এই জন্য তিনি তাঁর নাম রাখলেন দান।


এরা হলেন যাকোবের সেই ছেলেরা, যারা রাহেলের দ্বারা জন্মেছিলেন—মোট চোদ্দোজন।


নপ্তালির ছেলেরা: যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন