Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 46:19 - বাংলা সমকালীন সংস্করণ

19 যাকোবের স্ত্রী রাহেলের ছেলেরা: যোষেফ ও বিন্যামীন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আর ইয়াকুবের স্ত্রী রাহেলার পুত্র ইউসুফ ও বিন্‌ইয়ামীন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 যাকোবের স্ত্রী রাহেলের পুত্র: যোষেফ ও বিন্যামীন। যোষেফের দুই পুত্র মনঃশি ও ইফ্রয়িম মিশরে জন্মগ্রহণ করেছিল। ওনের পুরোহিত পোটিফেরার কন্যা আসেনাৎ তাদের জননী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আর যাকোবের স্ত্রী রাহেলের পুত্র যোষেফ ও বিন্যামীন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 বিন্যামীনও যাকোবের সঙ্গে ছিলেন। বিন্যামীন ছিলেন যাকোব ও রাহেলের পুত্র। (যোষেফও রাহেলের পুত্র। কিন্তু যোষেফ ইতিমধ্যে মিশরে ছিলেন।)

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 আর যাকোবের স্ত্রী রাহেলের ছেলে যোষেফ ও বিন্যামীন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 46:19
18 ক্রস রেফারেন্স  

“আপনার দাস আমার বাবা আমাদের বললেন, ‘তোমরা তো জানো যে আমার স্ত্রী আমার জন্য দুটি সন্তানের জন্ম দিয়েছিল।


দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ এবং আশের।


যাকোবের বংশধররা সংখ্যায় হল মোট সত্তরজন; যোষেফ ইতিপূর্বে মিশরেই ছিলেন।


ইষাখর, সবূলূন ও বিন্যামীন;


যোষেফকে মিশরে নিয়ে যাওয়া হল। পোটিফর বলে একজন মিশরীয়, যিনি ফরৌণের রাজকর্মকর্তাদের মধ্যে একজন তথা পাহারাদারদের দলপতি ছিলেন, তিনি তাঁকে সেই ইশ্মায়েলীয়দের কাছ থেকে কিনে নিয়েছিলেন, যারা তাঁকে মিশরে নিয়ে গেল।


রাহেলের ছেলেরা: যোষেফ ও বিন্যামীন,


তিনি তার নাম রাখলেন যোষেফ, এবং বললেন, “সদাপ্রভু আমার জীবনে আরও এক ছেলে যোগ করুন।”


যাকোব রাহেলের প্রেমে পড়ে গেলেন এবং তিনি বললেন, “আপনার ছোটো মেয়ে রাহেলের জন্য আমি সাত বছর আপনার কাছে কাজ করব।”


এরা হলেন যাকোবের সেই ছেলেমেয়ে, যারা লেয়ার সেই দাসী সিল্পা দ্বারা জাত হয়েছিল, যাকে লাবন তাঁর মেয়ে লেয়াকে দিয়েছিলেন—মোট ষোলোজন।


মিশরে, যোষেফের ছেলে মনঃশি ও ইফ্রয়িম ওনের যাজক পোটীফেরের মেয়ে আসনতের দ্বারা জন্মেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন