আদিপুস্তক 46:1 - বাংলা সমকালীন সংস্করণ1 অতএব ইস্রায়েল তাঁর যথাসর্বস্য নিয়ে রওনা দিলেন, এবং তিনি যখন বের-শেবাতে পৌঁছালেন, তখন তিনি তাঁর বাবা ইস্হাকের ঈশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 পরে ইসরাইল তাঁর সর্বস্ব নিয়ে যাত্রা করে বের্-শেবাতে এলেন এবং তাঁর পিতা ইস্হাকের আল্লাহ্র উদ্দেশে কোরবানী করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ইসরায়েল তাঁর সমস্ত ধনসম্পদ সঙ্গে নিয়ে যাত্রা করলেন এবং বের-শেবায় পৌঁছে তাঁর পিতা ইস্হাকের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পরে ইস্রায়েল আপনার সর্ব্বস্বের সহিত যাত্রা করিয়া বের্-শেবাতে আসিলেন, এবং আপন পিতা ইস্হাকের ঈশ্বরের উদ্দেশে বলিদান করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 ইস্রায়েল মিশর দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। প্রথমে তিনি বের্-শেবাতে গেলেন। সেখানে ইস্রায়েল তাঁর পিতা ইস্হাকের ঈশ্বরের উপাসনা করলেন এবং বলি দিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 পরে ইস্রায়েল নিজের সর্বস্বের সঙ্গে যাত্রা করে বের-শেবাতে আসলেন এবং নিজের বাবা ইসহাকের ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করলেন। অধ্যায় দেখুন |