আদিপুস্তক 43:24 - বাংলা সমকালীন সংস্করণ24 সেই গোমস্তা তাঁদের যোষেফের বাড়িতে নিয়ে গেলেন, তাঁদের পা ধোয়ার জন্য তাঁদের জল দিলেন এবং তাঁদের গাধাগুলির জন্য জাবনার জোগান দিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর সে তাঁদেরকে ইউসুফের বাড়ির ভিতরে নিয়ে গিয়ে পানি দিল, তাতে তাঁরা পা ধুলেন এবং সে তাঁদের গাধাগুলোকে আহার দিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 দেওয়ান তাদের যোষেফের বাড়ির ভিতর নিয়ে গিয়ে পা ধোয়ার জল দিল এবং তাদের গাধাগুলোকে জাবনা দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর সে তাঁহাদিগকে যোষেফের বাটীর ভিতরে লইয়া গিয়া জল দিল, তাহাতে তাঁহারা পা ধুইলেন, এবং সে তাঁহাদের গর্দ্দভদিগকে আহার দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 ভৃত্যটি তাদের যোষেফের বাড়ী নিয়ে গেল। সে তাদের জল দিলে তারা পা ধুয়ে নিল। তারপর সে তাদের গাধাদের খাবার খেতে দিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 আর সে তাঁদেরকে যোষেফের বাড়ির ভিতরে নিয়ে গিয়ে জল দিল, তাতে তাঁরা পা ধুলেন এবং সে তাঁদের গাধাগুলিকে খাবার দিল। অধ্যায় দেখুন |