আদিপুস্তক 4:23 - বাংলা সমকালীন সংস্করণ23 লেমক তার স্ত্রীদের বলল, “আদা ও সিল্লা; আমার কথা শোনো; ওহে লেমকের স্ত্রীরা, আমার কথায় কান দাও। আমায় যন্ত্রণা দেওয়ার জন্য একটি লোককে আমি হত্যা করেছি, আমায় আহত করার জন্য একটি যুবককে আমি হত্যা করেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 আর লামাক তার দুই স্ত্রীকে বললো, আদা ও সিল্লা, তোমরা আমার কথা শোন, লামাকের স্ত্রীদ্বয়, আমার কথায় কান দাও; কারণ আমি আঘাতের প্রতিশোধে পুরুষকে, প্রহারের প্রতিশোধে যুবককে হত্যা করেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 লেমেক তার পত্নীদের সম্বোধন করে বলল, আদা ও সিল্লা। আমার কথা শোন তোমরা, লেমেকের পত্নীরা! অবধান কর আমার বাক্য— আমাকে আঘাত করেছিল একটি লোক আমি বধ করেছি তাকে, একটি যুবক আমাকে করেছিল প্রহার তাই আমি তাকে করেছি হত্যা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 আর লেমক আপন দুই স্ত্রীকে কহিল, আদে, সিল্লে, তোমরা আমার কথা শুন, লেমকের ভার্য্যাদ্বয়, আমার বাক্যে কর্ণপাত কর; কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবাকে বধ করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 লেমক তার দুই স্ত্রীর উদ্দেশ্যে বলল, “আদা আর সিল্লা, এদিকে কান দাও। লেমকের স্ত্রীরা, আমার কথা শোনো! একটা লোক আমায় মেরেছিল, তাই তাকে আমি হত্যা করেছি। একজন তরুণ আমায় আঘাত করেছিল, তার বদলে আমি তাকে হত্যা করেছি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 আর লেমক নিজের দুই স্ত্রীকে বলল, “আদা, সিল্লা, তোমরা আমার কথা শোন, লেমকের স্ত্রীরা আমার কথা শোন; কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে, প্রহারের পরিশোধে যুবাকে মেরে ফেলেছি। অধ্যায় দেখুন |