আদিপুস্তক 4:20 - বাংলা সমকালীন সংস্করণ20 আদা যাবলের জন্ম দিল; যারা তাঁবুতে বসবাস করে ও গৃহপালিত পশুপাল পালন করে, সে তাদের পূর্বপুরুষ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আদার গর্ভে যাবল জন্মগ্রহণ করলো, সে তাঁবুবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল। তার ভাইয়ের নাম যূবল; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 সে ছিল শিবির নিবাসী পশুপালকদের আদিপুরুষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আদার গর্ভে যাবল জন্মিল, সে তাম্বুবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল। তাহার ভ্রাতার নাম যূবল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 আদার গর্ভে জন্ম হল যাবলের। যারা তাঁবুতে বাস করে এবং পশুপালন করে সেই জাতির জনক হল যুবল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 আদার গর্ভে যাবল জন্মাল, সে তাঁবুনিবাসী পশুপালকদের আদিপুরুষ ছিল। তার ভাইয়ের নাম যুবল; অধ্যায় দেখুন |