আদিপুস্তক 39:19 - বাংলা সমকালীন সংস্করণ19 “তোমার ক্রীতদাসটি আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করেছে,” এই গল্পটি যখন যোষেফের প্রভু-পত্নী তাঁর প্রভুকে বলে শোনাল, তখন তিনি রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 তাঁর মালিক যখন তাঁর স্ত্রীর এই কথা শুনলেন যে, ‘তোমার গোলাম আমার প্রতি এরকম ব্যবহার করেছে,’ তখন তিনি রেগে আগুন হয়ে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 ‘তোমার ক্রীতদাস আমার সঙ্গে এই রকম ব্যবহার করেছে’—স্ত্রীর মুখে এই অভিযোগ শুনে যোষেফের মনিব রাগে জ্বলে উঠলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 তাঁহার প্রভু যখন আপন স্ত্রীর এই কথা শুনিলেল যে, ‘তোমার দাস আমার প্রতি এইরূপ ব্যবহার করিয়াছে’, তখন ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 যোষেফের মনিব তাঁর স্ত্রীর সব কথা শুনে ক্রুদ্ধ হলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 তাঁর প্রভু যখন নিজের স্ত্রীর এই কথা শুনলেন যে, “তোমার দাস আমার প্রতি এইরকম ব্যবহার করেছে,” তখন খুব রেগে গেলেন। অধ্যায় দেখুন |