আদিপুস্তক 36:37 - বাংলা সমকালীন সংস্করণ37 সম্ল যখন মারা যান, সেই নদীর নিকটবর্তী রহোবোৎ নিবাসী শৌল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 সম্লের মৃত্যুর পর (ফোরাত) নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁর পদে রাজত্ব করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 সামলার পরে ইউফ্রেটিস নদীর নিকটবর্তী রহবোৎ নিবাসী শৌল রাজা হন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 আর সম্ল মরিলে পর [ফরাৎ] নদীর নিকটবর্ত্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁহার পদে রাজত্ব করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 সম্লের মৃত্যুর পর শৌল সেই দেশ শাসন করতে থাকেন। শৌল এসেছিলেন ফরাৎ নদীর ধারে স্থির রহোবোৎ থেকে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী37 আর সম্ল মারা গেলে পর [ফরাৎ] নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁর পদে রাজত্ব করেন। অধ্যায় দেখুন |