আদিপুস্তক 36:36 - বাংলা সমকালীন সংস্করণ36 হদদ যখন মারা যান, মস্রেকানিবাসী সম্ল তখন রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 হদদের মৃত্যুর পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 হাদাদ গত হলে মাস্রেকা নিবাসী সামলা রাজা হন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 আর হদদ মরিলে পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁহার পদে রাজত্ব করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 হদদের মৃত্যুর পর সম্ল সেই দেশ শাসন করতে থাকেন। সম্ল এসেছিলেন মস্রেকা থেকে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী36 আর হদদ মারা যাবার পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন। অধ্যায় দেখুন |