Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 36:28 - বাংলা সমকালীন সংস্করণ

28 দীশনের ছেলেরা: ঊষ ও অরাণ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 দীশনের পুত্র ঊষ ও অরাণ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28 দীশানের পুত্র ঊষ ও অরান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 আর দীশনের পুত্র ঊষ ও অরাণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 দীশনের দুই পুত্র ছিল। তাদের নাম উষ ও অরাণ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 আর দিশোনের ছেলে উষ ও অরান।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 36:28
5 ক্রস রেফারেন্স  

ঊষ দেশে বসবাসকারী, ইদোম-কন্যা, আনন্দ করো ও উল্লসিত হও। কিন্তু তোমার কাছেও সেই পানপাত্র আসবে; তুমিও মত্ত হবে ও নগ্ন হবে।


আর যে সমস্ত বিদেশি সেখানে বসবাস করে; ঊষ দেশের সব রাজাকে; ফিলিস্তিনী সব রাজাকে (অর্থাৎ অস্কিলোন, গাজা, ইক্রোণ এবং অস্‌দোদের অবশিষ্ট পরিত্যক্ত লোকদের);


ঊষ দেশে একজন লোক বসবাস করতেন, যাঁর নাম ইয়োব। তিনি ছিলেন অনিন্দনীয় ও ন্যায়পরায়ণ; তিনি ঈশ্বরকে ভয় করতেন এবং কুকর্ম এড়িয়ে চলতেন।


এৎসরের ছেলেরা: বিলহন, সাবন ও আকন।


এরাই ছিলেন হোরীয় বিভাগীয় প্রধান: লোটন, শোবল, শিবিয়োন, অনা,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন