Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 35:25 - বাংলা সমকালীন সংস্করণ

25 রাহেলের দাসী বিলহার ছেলেরা: দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 রাহেলার বাঁদী বিল্‌হার সন্তান; দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 রাহেলের দাসী বিল্‌হার সন্তানঃ দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 রাহেলের দাসী বিল্‌হার সন্তান; দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 বিল্হা ছিলেন রাহেলের দাসী। যাকোব ও বিল্হার পুত্ররা হল দান এবং নপ্তালি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 রাহেলের দাসী বিলহার ছেলে; দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 35:25
8 ক্রস রেফারেন্স  

এই হল যাকোবের বংশপরম্পরার বৃত্তান্ত। সতেরো বছর বয়স্ক এক যুবক যোষেফ, তাঁর সেই দাদাদের সঙ্গে পশুপাল চরাচ্ছিলেন, যাঁরা ছিলেন তাঁদের বাবার স্ত্রী বিলহা ও সিল্পার ছেলে, এবং তাঁদের কুকর্মের খবর যোষেফ তাঁদের বাবার কাছে পৌঁছে দিলেন।


লাবন তাঁর দাসী বিলহাকে রাহেলের সেবিকারূপে তাঁকে দিলেন।


ষষ্ঠ গুটিকাপাতের দানটি উঠল নিজেদের গোত্র অনুসারে নপ্তালি গোষ্ঠীর নামে:


সপ্তম গুটিকাপাতের দানটি উঠল গোত্র অনুসারে দান গোষ্ঠীর নামে।


গিলিয়দ জর্ডনের ওপারে থেকে গেল। আর দান, কেনই বা সে জাহাজের পাশে গড়িমসি করল? আশের সমুদ্র উপকূলে থেকে গেল আর তার সেই উপসাগরে বসবাস করল।


সবূলূন-প্রজারা নিজ জীবনের ঝুঁকি নিল; নপ্তালিও তাদের দেখাদেখি সোপানক্ষেত্রে তা করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন