আদিপুস্তক 33:20 - বাংলা সমকালীন সংস্করণ20 সেখানে তিনি একটি যজ্ঞবেদি নির্মাণ করে সেটির নাম রাখলেন এল্-এলোহে-ইস্রায়েল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তিনি সেই স্থানে একটি কোরবানগাহ্ তৈরি করে তার নাম এল্-ইলাহী-ইসরাইল (আল্লাহ্, ইসরাইলের আল্লাহ্) রাখলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 সেখানে তিনি একটি বেদী প্রতিষ্ঠা করে তার নাম রাখলেন ‘এল্-এলোহে-ইসরায়েল’,(ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর)। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 এবং তথায় এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়া তাহার নাম এল্-ইলোহে-ইস্রায়েল [ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর] রাখিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 যাকোব সেই জায়গায় ঈশ্বরের উপাসনা করার জন্য এক বেদী তৈরী করে তার নাম রাখল, “এল্ ইলোহে, ইস্রায়েলের ঈশ্বর।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 এবং সেখানে এক যজ্ঞবেদি নির্মাণ করে তার নাম এল-ইলহে-ইস্রায়েল [ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর] রাখলেন। অধ্যায় দেখুন |