আদিপুস্তক 33:11 - বাংলা সমকালীন সংস্করণ11 আপনার কাছে যে উপহারটি আনা হয়েছে তা দয়া করে গ্রহণ করুন, কারণ ঈশ্বর আমার প্রতি অনুগ্রহশীল হয়েছেন এবং আমার যা যা প্রয়োজন তা আমার কাছে আছে।” আর যেহেতু যাকোব পীড়াপীড়ি করলেন, তাই এষৌ তা গ্রহণ করলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আরজ করি, আপনার কাছে যে উপহার আনা হয়েছে তা গ্রহণ করুন; কেননা আল্লাহ্ আমার প্রতি অনুগ্রহ করেছেন এবং আমার সবই আছে। এভাবে সাধ্যসাধনা করলে ইস্ তা গ্রহণ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 অতএব আপনার জন্য যে উপহার এনেছি দয়া করে গ্রহণ করুন। ঈশ্বরের অনুগ্রহে আমার সব কিছুই আছে। যাকোবের অনুরোধে এষৌ শেষপর্যন্ত সেই উপহার গ্রহণ করলেন। তারপর এষৌ বললেন, চল, এবার আমরা রওনা হই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 বিনয় করি, আপনার কাছে যে উপঢৌকন আনা হইয়াছে, তাহা গ্রহণ করুন; কেননা ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন, এবং আমার সকলই আছে। এইরূপ সাধ্যসাধনা করিলে এষৌ তাহা গ্রহণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 সেইজন্য বিনয় করি আমি যে যে উপহার আপনার জন্য এনেছি তা গ্রহণ করুন। ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করেছেন তাই আমার প্রয়োজনের অতিরিক্তই রয়েছে।” এইভাবে যাকোব তার উপহারগুলি স্বীকার করার জন্য এষৌর কাছে বিনতি করল। সেইজন্য এষৌ উপহারগুলি স্বীকার করলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 অনুরোধ করি, আপনার কাছে যে উপহার আনা হয়েছে, তা গ্রহণ করুন; কারণ ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করেছেন এবং আমার সবই আছে।” এই ভাবে অনুরোধ করলে এষৌ তা গ্রহণ করলেন। অধ্যায় দেখুন |