আদিপুস্তক 30:36 - বাংলা সমকালীন সংস্করণ36 পরে তিনি তাঁর নিজের ও যাকোবের মধ্যে তিনদিনের যাত্রার ব্যবধান রাখলেন, অন্যদিকে যাকোব লাবনের বাদবাকি পশুপালের তত্ত্বাবধান করে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 এবং নিজের ও ইয়াকুবের মধ্যে তিন দিনের পথ ব্যবধান রাখলেন। এরপর ইয়াকুব লাবনের অবশিষ্ট পশুপাল চরাতে লাগলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 এবং তিনদিনে যতদূর যাওয়া যায়, যাকোবের কাছ থেকে তিনি ততদূরে চলে গেলেন। যাকোব লাবণের অবশিষ্ট পশুপাল চরাতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 এবং আপনার ও যাকোবের মধ্যে তিন দিনের পথ ব্যবধান রাখিলেন। আর যাকোব লাবনের অবশিষ্ট পশুপাল চরাইতে লাগিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 তাই তাঁর পুত্ররা চিত্র-বিচিত্র সেই সকল পশু নিয়ে তাদের অন্য এক জায়গায় চরিয়ে নিয়ে তিন দিন পথের দূরত্ব বজায় রাখলেন। বাকী পশু যা পড়ে রইল যাকোব তার যত্ন নিল। কিন্তু সেই পালে চিত্র বিচিত্র অথবা রঙীন কোন পশুই ছিল না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী36 এবং আপনার ও যাকোবের মধ্যে তিন দিনের পথ ব্যবধান রাখলেন। আর যাকোব লাবনের অবশিষ্ট পশুপাল চরাতে লাগলেন। অধ্যায় দেখুন |