আদিপুস্তক 27:5 - বাংলা সমকালীন সংস্করণ5 ইস্হাক যখন এষৌর সাথে কথা বলছিলেন তখন রিবিকা তা শুনে ফেলেছিলেন। এষৌ যখন শিকার করে আনার জন্য মরুপ্রান্তরের উদ্দেশে বেড়িয়ে পড়লেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 যখন ইস্হাক তাঁর পুত্র ইস্কে এই কথা বলছিলেন তখন রেবেকা তা শুনছিলেন। অতএব ইস্ হরিণ শিকার করে আনবার জন্য প্রান্তরে গমন করলে পর, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 ইস্হাক তাঁর প্রিয় পুত্র এষৌকে এই সব কথা যখন বলছিলেন, রেবেকা সব শুনলেন। এষৌ শিকার করার জন্য প্রান্তরে চলে গেলে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 যখন ইস্হাক আপন পুত্র এষৌকে এই কথা বলেন, তখন রিবিকা তাহা শুনিয়াছিলেন। অতএব এষৌ মৃগ শিকার করিয়া আনিবার জন্য প্রান্তরে গমন করিলে পর রিবিকা আপন পুত্র যাকোবকে কহিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তখন এষৌ শিকার করতে বেরিয়ে গেল। এসব কথা ইস্হাক যখন এষৌকে বলছিলেন তখন রিবিকা সব শুনছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 যখন ইস্হাক নিজের ছেলে এষৌকে এই কথা বলেন, তখন রিবিকা তা শুনতে পেলেন। অতএব এষৌ পশু শিকার করে আনবার জন্য প্রান্তরে গেলে পর অধ্যায় দেখুন |