আদিপুস্তক 26:26 - বাংলা সমকালীন সংস্করণ26 ইত্যবসরে, অবীমেলক গরার থেকে তাঁর কাছে আসলেন, ও তাঁর সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত পরামর্শদাতা অহূষৎ ও তাঁর সেনাবাহিনীর সেনাপতি ফীকোল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আবিমালেক তাঁর মন্ত্রি অহূষৎ ও সেনাপতি ফীকোলকে সঙ্গে নিয়ে গরার থেকে ইস্হাকের কাছে আসলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 পরে এক সময়ে অবিমেলক তাঁর মন্ত্রী আহুষৎ ও সেনাপতি ফিকোলকে সঙ্গে নিয়ে গরার থেকে ইস্হাকের কাছে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আর অবীমেলক আপন মিত্র অহূষৎকে ও সেনাপতি ফীকোলকে সঙ্গে লইয়া গরার হইতে ইস্হাকের নিকটে গমন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 গরার থেকে অবীমেলক এলেন ইস্হাকের সঙ্গে দেখা করতে। অবীমেলকের সঙ্গে তাঁর উপদেষ্টা অহূষত্ এবং তাঁর সৈন্যাধ্যক্ষ ফীকোলও এলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 আর অবীমেলক নিজের বন্ধু অহূষৎকে ও সেনাপতি ফীকোলকে সঙ্গে নিয়ে গরার থেকে ইসহাকের কাছে গেলেন। অধ্যায় দেখুন |