আদিপুস্তক 22:20 - বাংলা সমকালীন সংস্করণ20 কিছুকাল পর অব্রাহামকে বলা হল, “মিল্কাও মা হয়েছেন; তিনি আপনার ভাই নাহোরের জন্য এই ছেলেদের জন্ম দিয়েছেন: অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 ঐ ঘটনার পরে ইব্রাহিমের কাছে এই সংবাদ এলো, দেখুন, আপনার ভাই নাহোরের জন্য মিল্কাও পুত্রদেরকে প্রসব করেছেন; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 এই সমস্ত ঘটনার পরে অব্রাহাম সংবাদ পেলেন যে তাঁর ভাই নাহোরের স্ত্রী মিল্কারও সন্তানাদি হয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 ঐ ঘটনার পরে অব্রাহামের নিকটে এই সমাচার আসিল, দেখুন, আপনার ভ্রাতা নাহোরের জন্য মিল্কাও পুত্রগণকে প্রসব করিয়াছেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 এইসব ঘটনার পরে অব্রাহামের কাছে এই খবর এল, “শোনো, তোমার ভাই নাহোর এবং তার স্ত্রী মিল্কারও এখন সন্তানাদি হয়েছে; অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 ঐ ঘটনার পরে অব্রাহামের কাছে এই সংবাদ আসল, “দেখুন, আপনার ভাই নাহোরের জন্য মিল্কাও ছেলেদেরকে জন্ম দিয়েছেন; অধ্যায় দেখুন |