আদিপুস্তক 17:26 - বাংলা সমকালীন সংস্করণ26 অব্রাহাম এবং তাঁর ছেলে ইশ্মায়েল দুজনে একই দিনে সুন্নত করালেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 একই দিনে ইব্রাহিম ও তাঁর পুত্র ইসমাইলের খৎনা করানো হয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 একই দিনে অব্রাহাম ও তাঁর পুত্র ইশ্মায়েল উভয়ের লিঙ্গাগ্রচর্ম ছেদন করা হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 সেই দিনেই অব্রাহাম ও তাঁহার পুত্র ইশ্মায়েল, উভয়ের ত্বক্ছেদ হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 অব্রাহাম ও তাঁর পুত্রের একই দিনে সুন্নত করা হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 সেই দিনের ই অব্রাহাম ও তাঁর ছেলে ইস্মায়েল, উভয়ের ত্বকছেদ হল। অধ্যায় দেখুন |