আদিপুস্তক 15:14 - বাংলা সমকালীন সংস্করণ14 কিন্তু যে দেশে তারা ক্রীতদাস হয়ে থাকবে, সেই দেশটিকে আমি শাস্তি দেব, এবং শেষ পর্যন্ত তারা প্রচুর বিষয়সম্পত্তি নিয়ে বেরিয়ে আসবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আবার তারা যে জাতির গোলাম হবে, আমিই সেই জাতির উপর গজব নাজেল করবো; তারপর তারা যথেষ্ট সম্পদ নিয়ে বের হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 কিন্তু যে জাতির দাসত্ব তারা করবে, তাদের বিচার আমি করব এবং পরবর্তীকালে তারা বিপুল ধনসম্পদসহ সেই দেশ থেকে বেরিয়ে আসবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আবার তাহারা যে জাতির দাস হইবে, আমিই তাহার বিচার করিব; তৎপরে তাহারা যথেষ্ট সম্পত্তি লইয়া বাহির হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 কিন্তু তারপর যে জাতি তোমার উত্তরপুরুষদের দাস করে রেখেছিল তাদের আমি শাস্তি দেব। তোমার উত্তরপুরুষরা সেই জাতি ত্যাগ করবে এবং তাদের সঙ্গে নিয়ে যাবে বহু ভাল জিনিস। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 আবার তারা যে জাতির দাস হবে, আমিই তাঁর বিচার করব; তারপরে তাঁরা যথেষ্ট সম্পত্তি নিয়ে বের হবে। অধ্যায় দেখুন |